1. [email protected] : Faisal Ahmed : Faisal Ahmed
 2. [email protected] : Developer :
 3. [email protected] : Sylhet Press : Sylhet Press
ছোট বয়সের প্রেমিকে আপত্তি নেই রাশ্মিকার, উপভোগ করাই মূল লক্ষ্য
বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১, ০১:৪৯ অপরাহ্ন

 • আপডেটের সময় : নভেম্বর, ২৪, ২০২১, ৯:২৩ অপরাহ্ণ
ছোট বয়সের প্রেমিকে আপত্তি নেই রাশ্মিকার, উপভোগ করাই মূল লক্ষ্য
ছোট বয়সের প্রেমিকে আপত্তি নেই রাশ্মিকার, উপভোগ করাই মূল লক্ষ্য

ছোট বয়সের প্রেমিকে আপত্তি নেই রাশ্মিকার, উপভোগ করাই মূল লক্ষ্য

 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

সিলেটপ্রেস ডেস্ক :: দক্ষিণের জনপ্রিয় নায়িকা রাশ্মিকা মান্দানা। নিজের জীবন যেনো খোলা খাতার মতো এই নায়িকার কাছে। ব্যক্তিগত জীবনের নানান বিষয় প্রায়ই শেয়ার করে থাকেন ভক্তদের কাছে। আর এবারও এর ব্যতিক্রম কিছু হলো না। প্রেমিক এবং তার যোগ্যতা নিয়ে অকপটে কথা বললেন অভিনেত্রী।

সম্প্রতি ডেটিং বিষয়ে তাঁর ভাবনা তুলে ধরলেন রাশ্মিকা। ডেটিং প্রসঙ্গে রাশ্মিকা বলেন, বয়স আমার কাছে কোনো ব্যাপার না। আর তাই বয়সে ছোট কারোর সঙ্গে ডেটে যেতে আমার অসুবিধা নেই। আমি যেন তার সঙ্গ উপভোগ করি, আমার কাছে এটাই বড় কথা। আর সে যেন আমাকে বদলানোর চেষ্টা না করে। আমাকে যেন সে আমার মতো করেই গ্রহণ করে।

একসময় রাশ্মিকার সঙ্গে দক্ষিণি অভিনেতা রক্ষিত শেট্টির প্রেমের খবর দক্ষিণি ফিল্মি পাড়ায় কান পাতলেই শোনা যেত। তারা একসঙ্গে ‘কিরিক পার্টি’ ছবিতে অভিনয় করেছিলেন। রাশ্মিকার নিজের শহর বিরাজপেটে এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তাদের বাগদান পর্ব সারা হয়ে গিয়েছিল।

কিন্তু ২০১৮ সালের সেপ্টেম্বরে দুজনে যৌথভাবে এ সম্পর্ক থেকে বের হয়ে আসার কথা ঘোষণা করেন। তবে এখন রাশ্মিকা শুধু মন দিয়ে নিজের কাজ করে যেতে চান।

 

 

সিলেটপ্রেসবিডিডটকম / ২৪ নভেম্বর ২০২১ / আল-আমিন


 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
এই বিভাগের আরও খবর


© All rights reserved © 2020 SylhetPress
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরী লিঃ