1. [email protected] : Faisal Ahmed : Faisal Ahmed
 2. [email protected] : Developer :
 3. [email protected] : Sylhet Press : Sylhet Press
আনুষ্ঠানিকভাবে টেস্ট থেকে অবসর নিলেন রিয়াদ
বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১, ০১:৪৬ অপরাহ্ন

 • আপডেটের সময় : নভেম্বর, ২৪, ২০২১, ৯:২৭ অপরাহ্ণ
আনুষ্ঠানিকভাবে টেস্ট থেকে অবসর নিলেন রিয়াদ
মাহমুদউল্লাহ রিয়াদ

আনুষ্ঠানিকভাবে টেস্ট থেকে অবসর নিলেন রিয়াদ

 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

সিলেটপ্রেস ডেস্ক :: দীর্ঘদিন টেস্ট ফরম্যাটে জাতীয় দলের বাইরে থাকার পর জিম্বাবুয়ে সিরিজে হঠাৎ করেই ডাক পেয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। সেই সিরিজেই জানিয়েছিলেন, সাদা পোশাকের ক্রিকেটে আর খেলবেন না। এবার আনুষ্ঠানিকভাবে টেস্ট থেকে অবসর নিলেন টাইগারদের টি-২০ অধিনায়ক।

একসময় রিয়াদের অবসর নিয়ে বেশ গুমোট পরিস্থিতি তৈরি হয়েছিল। জিম্বাবুয়ে সিরিজে সতীর্থদের গার্ড অব অনারেই বোঝা গিয়েছিল অবসর নিয়ে ফেলেছেন। কিন্তু কিছুতেই সেটা মুখ ফুটে বলছিলেন না তিনি।

এরপর কয়েক দফা প্রশ্ন করা হলেও এ বিষয়ে কথা বলতে চাননি রিয়াদ। তবে অবশেষে আনুষ্ঠানিকভাবেই টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি।

এক বিবৃতিতে আজ রিয়াদ বলেছেন, ‘আমি অনেকদিন ধরেই খেলেছি এমন একটা ফরম্যাটকে বিদায় বলা সহজ নয়। আমি সবসময়ই সর্বোচ্চ জায়গায় পৌঁছাতে চেয়েছি। আমার বিশ্বাস টেস্ট ক্যারিয়ার শেষ করার এটাই সঠিক সময়।’

তিনি আরো বলেন, ‘আমি কৃতজ্ঞতা জানাতে চাই বিসিবি সভাপতির প্রতি যিনি আমি টেস্ট দলে ফেরার পর সমর্থন দিয়েছেন। আমার সতীর্থ ও সাপোর্ট স্টাফদেরও ধন্যবাদ জানাতে চাই আমাকে উৎসাহ দেওয়ার জন্য এবং আমার সামর্থ্যে বিশ্বাস রাখার জন্য।’

 

 

সিলেটপ্রেসবিডিডটকম / ২৪ নভেম্বর ২০২১ / আল-আমিন


 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
এই বিভাগের আরও খবর


© All rights reserved © 2020 SylhetPress
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরী লিঃ