1. [email protected] : Faisal Ahmed : Faisal Ahmed
 2. [email protected] : Developer :
 3. [email protected] : Sylhet Press : Sylhet Press
নিয়ন্ত্রণ হারিয়ে এক হাজার ফুট নিচে বাস, নিহত ৩২
বুধবার, ২৭ অক্টোবর ২০২১, ০৯:৪৪ অপরাহ্ন

 • আপডেটের সময় : অক্টোবর, ১৩, ২০২১, ১১:৪০ পূর্বাহ্ণ
নিয়ন্ত্রণ হারিয়ে এক হাজার ফুট নিচে বাস, নিহত ৩২
ছবি-সংগৃহীত

নিয়ন্ত্রণ হারিয়ে এক হাজার ফুট নিচে বাস, নিহত ৩২

 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

সিলেটপ্রেস ডেস্ক :: নেপালে বাস দুর্ঘটনায় অন্তত ৩২ জন মারা গেছেন। এ ঘটনায় আরো ১৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১২ অক্টোবর) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় মুগু জেলায় এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৪৫ জন যাত্রী ছিলেন।

জানা গেছে, গতকাল দুপুরে দেশটির মুগু জেলায় একটি বাসে করে ভ্রমণ করছিলেন বহু যাত্রী। পাহাড়ি পথে চলার সময় বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং প্রায় ১ হাজার ফুট (৩০০ মিটার) নিচে পড়ে যায়। এতেই ওই হতাহতের ঘটনা ঘটে।

নেপালের সংবাদমাধ্যমগুলো দুর্ঘটনার বেশ কিছু ছবি প্রকাশ করেছে। সেখানে উদ্ধারকর্মীদেরকে হতাহতদের এবং ব্যাগসহ তাদের অন্য জিনিসপত্র বহন করতে দেখা যায়।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এছাড়া নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির পুলিশ। সূত্র : কাঠমান্ডু পোস্ট

সিলেটপ্রেসবিডিডটকম /১৩ অক্টোবর ২০২১/ এফ কে


 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
এই বিভাগের আরও খবর


© All rights reserved © 2020 SylhetPress
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরী লিঃ