1. [email protected] : Faisal Ahmed : Faisal Ahmed
 2. [email protected] : Developer :
 3. [email protected] : Sylhet Press : Sylhet Press
সুখের সমাধান
শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১, ০৯:১০ অপরাহ্ন

 • আপডেটের সময় : সেপ্টেম্বর, ৫, ২০২১, ৪:৩৮ অপরাহ্ণ
সুখের সমাধান
লেখকঃ চন্দন কর

সুখের সমাধান

 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

লেখক: চন্দন কর

তোপখানার মোড়ে দাঁড়িয়ে,
প্রতিদিন— ঝড়ে পড়তে দেখি অজস্র তাজা গোলাপের রঙ,
ভ্যানভরে ঝরা গোলাপের সুগন্ধি তবুও— মনে জাগায়,
কাঁটার আঘাতে— পৃথিবীর সব সৌন্দর্যে মানুষের হাস্যমুখের জলাঞ্জলি। আকাশের মেঘে বৃষ্টি ঠিকানায়— তানপুরা সুর তোলে প্রাণের প্রয়াসে,
সেইকক্ষে নবচেতনার দৃষ্টি আমার শরীরে জাগায়— রাত্রিচরের অশেষ বেদনার,
আমি দাঁড়িয়ে থাকি কতক কাগজের মত,
ঝড়ো হাওয়ার উল্টোদিকে— আলোকপাত করি আর জিজ্ঞেস করি,
আমাকে কতদূরে নিয়ে যাবেন? উত্তরে হাওয়া বলে,
মৈথিল সমুদ্রের আগের মৃত নদীর পথের ধারে,
যেখানে মানুষ হিসেব করেই— নদীতে ছুড়ে পরিত্যক্ত সুখের সমাধান,
চোঁখ ভর্তি জলের মূল্যে যেখানে— ঝরে পড়ে অবিরত দু-চোখের বিনিময়। আমি চলি বাতাসের পাখনায় ভর করে— উল্কাবেগে
গিয়ে দেখি,
বর্ষনমুখর সব সন্ধ্যাগুলো শানিত হয়েছে— বিনিময়ে সেখানে জন্মেছে,
অসংখ্য কাশফুলের বাগ। মৃত নদীটা সুন্দর করে দেখছে— আলোকিত সাদা ফুল আর মেঘ,
আমি ঠাঁটে সুরবাঁধা আলোহাওয়ার আয়োজনে; খুলে বসেছি,
আমার নিজস্ব মৃত্যুপর্বের নৈবেদ্য,
কিছু ঝড়া গোলাপি রঙের কথা— শেষ বসন্তের প্রথম দুপুর,
ফুল-জল;
কাশফুল মেঘ আর পরিত্যক্ত সুখ,
যেখানে আমাকে তারা; চোঁখের ভাষায়,
জানাচ্ছে সুখের সমাধান।

সিলেটপ্রেসবিডিডটকম / ৫ সেপ্টেম্বর ২০২১ / আল-আমিন


 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
এই বিভাগের আরও খবর


© All rights reserved © 2020 SylhetPress
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরী লিঃ