1. [email protected] : Faisal Ahmed : Faisal Ahmed
 2. [email protected] : Developer :
 3. [email protected] : Sylhet Press : Sylhet Press
সিলেটে কথিত ‘সাংবাদিকের’ বিরুদ্ধে থানায় জিডি
শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩৮ অপরাহ্ন

 • আপডেটের সময় : আগস্ট, ৪, ২০২১, ১:৩৫ অপরাহ্ণ
সিলেটে কথিত ‘সাংবাদিকের’ বিরুদ্ধে থানায় জিডি

সিলেটে কথিত ‘সাংবাদিকের’ বিরুদ্ধে থানায় জিডি

 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

সিলেটপ্রেস ডেস্ক :: প্রকাশ্যে হুমকি দেওয়ায় সিলেটের এক ফেসবুক ‘সাংবাদিকের’ বিরুদ্ধে জিডি করেছেন সময় টিভির সিনিয়র চিত্র সাংবাদিক ও সিলেট টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসাসিয়েশনের সভাপতি দিগেন সিংহা।

মঙ্গলবার (৩ আগস্ট) বিকেলে সিলেট কোতোয়ালি থানায় লন্ডন বাংলা ফেসবুক পেজের ফটোগ্রাফার সুমনের বিরুদ্ধে তিনি এই জিডি করেন।

জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে সিলেট সিটি করপোরেশন কর্তৃক আয়োজিত করোনা সংক্রমণ রোধ ও সিলেটের চিকিৎসা সেবার উন্নয়ন শীর্ষক জরুরি সভা চলাকালে ছবি তোলা নিয়ে সিনিয়র সাংবাদিকদের সঙ্গে সুমনের বাকবিতন্ডার সৃষ্টি হয়। এসময় সাংবাদিক দিগেন সিংহ উভয় পক্ষকে শান্ত করতে গেলে কথিত ‘সাংবাদিক’ সুমন তাকে গালিগালাজ করেন। সুমন সাংবাদিক দিগেন সিংহ ও অন্যান্য চিত্র সাংবাদিকদের দেখে নেওয়ারও হুমকি দেন।

এই অবস্থায় সাংবাদিকদের জানমালের নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার বিকেলে সিলেট কোতোয়ালি থানার সাধারণ ডায়েরি করেন সাংবাদিক দিগেন সিংহ।

জিডির বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ জানান, ‘আমরা জিডি পেয়েছি। আদালতের অনুমতি পেলে আমরা বিষয়টি নিয়ে তদন্ত করব।’

সিলেটপ্রেসবিডিডটকম / ৪ আগস্ট ২০২১ / আল-আমিন


 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
এই বিভাগের আরও খবর


© All rights reserved © 2020 SylhetPress
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরী লিঃ