1. [email protected] : Faisal Ahmed : Faisal Ahmed
 2. [email protected] : Developer :
 3. [email protected] : Sylhet Press : Sylhet Press
পরীমনি কঠিন অসুস্থ, কেঁদে কেঁদে চাইলেন দোয়া দেশ বাসির কাছে
শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১, ০৯:১১ অপরাহ্ন

 • আপডেটের সময় : আগস্ট, ৪, ২০২১, ৪:০১ পূর্বাহ্ণ
পরীমনি
ছবি-সংগৃহীত

পরীমনি কঠিন অসুস্থ, কেঁদে কেঁদে চাইলেন দোয়া দেশ বাসির কাছে

 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

সিলেটপ্রেস ডেস্ক :: সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে যে কয়জন অভিনেত্রী বিনোদন প্রেমীদের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন তাঁর মধ্যে পরীমনি অন্যতম।

এই পর্যন্ত ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে তিনি আলোচনায় এসেছেন বহুবার। নতুন খবর হচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের অসুস্থতার কথা জানিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি।

সোমবার নিজের ভেরিফায়েড আইডি থেকে একটি স্ট্যাটাস দেন অভিনেত্রী। পরীমনি জানান,আমার ভার্টিগো (মাথা ঘোরা) রোগটি মারাত্মক পর্যায়ে রয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন।

 

ভার্টিগো হলো এমন অনুভূতি যে, আপনি বা আপনার চারপাশের পরিবেশ নড়াচড়া করছে বা ঘুরছে। এই অনুভূতিটি খুব কমই লক্ষণীয় হতে পারে, অথবা এটি এত তীব্র হতে পারে যে আপনার ভারসাম্য বজায় রাখা এবং দৈনন্দিন কাজগুলো করা কঠিন হয়ে পড়ে।

 

সিলেটপ্রেসবিডিডটকম /০৪ আগস্ট ২০২১/ এফ কে


 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
এই বিভাগের আরও খবর


© All rights reserved © 2020 SylhetPress
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরী লিঃ