1. [email protected] : Faisal Ahmed : Faisal Ahmed
 2. [email protected] : Developer :
 3. [email protected] : Sylhet Press : Sylhet Press
পদ্মা নদীতে বজ্রপাতে ১৬ বরযাত্রীর মৃত্যু
শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১, ১০:০৯ অপরাহ্ন

 • আপডেটের সময় : আগস্ট, ৪, ২০২১, ২:২৩ অপরাহ্ণ
বজ্রপাতে মৃত্যু
ছবি-প্রতীকী

পদ্মা নদীতে বজ্রপাতে ১৬ বরযাত্রীর মৃত্যু

 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

সিলেটপ্রেস ডেস্ক :: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে নৌকায় বজ্রপাতে ১৬ জন বরযাত্রীর মৃত্যু হয়েছে।

আজ বুধবার (০৪ আগস্ট) বেলা ১১টা ৫৯ মিনিটে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণ পাঁকা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন মাস্টার গণমাধ্যমকে জানান, পার্শ্ববর্তী ইউনিয়ন সদর উপজেলার নারায়নপুর থেকে বউভাতের অনুষ্ঠানে আসার পথে বজ্রপাত হলে তাদের মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন গণমাধ্যমকে জানান, নৌকাটি দক্ষিণ পাকা গ্রামের ঘাটে এসে পৌঁছার পরপরই বজ্রপাতের ঘটনা ঘটে। এতে নৌকাটি ক্ষতগ্রস্ত হয়। প্রাথমিকভাবে জানা গেছে, মৃতের সংখ্যা ১৬ জন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয়রা জানান, বরযাত্রী নিয়ে যাওয়ার সময় বৃষ্টি নামলে উপজেলার পাকা ইউনিয়নের দক্ষিণ পাকার দুড়াউড়ি ঘাট এলাকার একটি টিনের ঘরে তারা আশ্রয় নেয়। এ সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব আল রাব্বি গণমাধ্যমকে বলেন, আলীনগর ঘাটে মরদেহগুলো রয়েছে।লাশগুলো নৌকাযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হচ্ছে। আহত হয়েছেন আরও পাঁচজন। মৃতের সংখ্যা বাড়তে পারে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সিলেটপ্রেসবিডিডটকম /০৪ আগস্ট ২০২১/ এফ কে


 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
এই বিভাগের আরও খবর


© All rights reserved © 2020 SylhetPress
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরী লিঃ