1. [email protected] : Faisal Ahmed : Faisal Ahmed
 2. [email protected] : Developer :
 3. [email protected] : Sylhet Press : Sylhet Press
সিলেটে করোনায় আরোও ১১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৩৯
বুধবার, ০৪ অগাস্ট ২০২১, ০৫:৩৫ অপরাহ্ন

 • আপডেটের সময় : জুলাই, ২০, ২০২১, ২:২১ অপরাহ্ণ
সিলেটে করোনায় আরোও ১১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৩৯
ছবি- সিলেটপ্রেস

সিলেটে করোনায় আরোও ১১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৩৯

 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

সিলেটপ্রেস প্রতিবেদক :: করোনাভাইরাসের সংক্রমণে সিলেটে আরো ১১ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। একই সময়ে সংক্রমণ ধরা পড়েছে ৩৩৯ জনের শরীরে।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় এমন তথ্য জানিয়েছে।

তারা জানায়, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে মারা যাওয়া ১১ জনের মধ্যে ৬ জনই সিলেট জেলার। মৌলভীবাজারের ৩ জন, সুনামগঞ্জের ১ জন ও হবিগঞ্জের ১ জন এ সময়ে মারা গেছেন।

এ নিয়ে সিলেট বিভাগের চার জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৯ জনে। এর মধ্যে সিলেট জেলারই ৪৭১ জন, সুনামগঞ্জের ৪৩ জন, মৌলভীবাজারের ৪৭ জন ও হবিগঞ্জের ২৮ জন।

সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেটজুড়ে ৩৩৯ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ২১৯ জন, সুনামগঞ্জে ৫৪ জন, মৌলভীবাজারে ২৬ জন ও হবিগঞ্জ জেলায় ৪০ জন রয়েছে।

সবমিলিয়ে এ বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৩৩ হাজার ৮৬০ জন। তন্মধ্যে সিলেটের ১৯ হাজার ১৫ জন, সুনামগঞ্জের ৩ হাজার ৭৪৯ জন, মৌলভীবাজারের ৪ হাজার ৪৩৫ জন ও হবিগঞ্জের ৩ হাজার ৮৬১ জন রয়েছেন। এর বাইরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৮০০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের ক্ষেত্রে নির্দিষ্ট করে জেলা উল্লেখ করেনি স্বাস্থ্য অধিদফতর।

এদিকে, সিলেটে ২৯৩ জন সুস্থ হয়েছেন সর্বশেষ চব্বিশ ঘন্টায়। এ নিয়ে বিভাগে সুস্থ রোগীর সংখ্যা ২৭ হাজার ৪৪ জন। এর মধ্যে ১৮ হাজার ৪৭৫ জন সিলেট জেলার। সুনামগঞ্জের ২ হাজার ৯৮৭ জন, মৌলভীবাজারের ৩ হাজার ১১৯ জন ও হবিগঞ্জের ২ হাজার ৩৪৪ জন সুস্থ হয়েছেন। এর বাইরে ওসমানী হাসপাতালের ক্ষেত্রে ১১৯ জন সুস্থ দেখিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিমাংশু লাল রায় জানান, বর্তমানে সিলেট বিভাগে ৩৫৮ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সিলেটপ্রেসবিডিডটকম / ২০ জুলাই ২০২১ / আল-আমিন


 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
এই বিভাগের আরও খবর


© All rights reserved © 2020 SylhetPress
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরী লিঃ