1. [email protected] : Faisal Ahmed : Faisal Ahmed
 2. [email protected] : Developer :
 3. [email protected] : Sylhet Press : Sylhet Press
দরগাহে একদিকে চলছে নামাজ, অন্যদিকে চলছে সিনেমার শুটিং
বুধবার, ০৪ অগাস্ট ২০২১, ০৬:৫১ অপরাহ্ন

 • আপডেটের সময় : জুন, ১৫, ২০২১, ২:৪৬ অপরাহ্ণ
দরগাহ একদিকে চলছে নামাজ, অন্যদিকে চলছে সিনেমার শুটিং

দরগাহে একদিকে চলছে নামাজ, অন্যদিকে চলছে সিনেমার শুটিং

 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

সিলেটপ্রেস ডেস্ক :: সিলেটের হযরত শাহ জালাল (রহ.)মাজারে একদিকে চলছে নামাজ, অন্যদিকে চলছে একটি সিনেমার শুটিং।

মঙ্গলবার(১৫জুন) যোহরের নামাজ চলাকালে হযরত শাহ জালাল (রহ.)মাজারে উঠানে ‘রিতিকা’ নামে একটি সিনেমার শুটিং চলতে দেখা যায়। এসময় দরগাহ মসজিদে নামাজ চলছিল। শুটিং হচ্ছে শুনে চারদিক থেকে ছুটে এসে ভিড় করতে থাকেন লোকজন। ছবিটিতে চিত্র নায়িকা পূজা চেরিসহ আরও অনেকেই অভিনয় করছেন বলে জানা গেছে।

দরগাহ নামাজ পড়া কিছু মুসল্লিরা বলেন, পবিত্র একটি স্থানে এভাবে সিনেমার শুটিং চলে কিভাবে? আর কর্তৃপক্ষ কিভাবে শুটিংয়ের অনুমতি দেন। তাছাড়া এখানে নামাজ চলছে আর উনারা সিনেমার শুটিং করছেন কেমন হচ্ছে বিষয়টি।

এ ব্যাপারে দরগাহর মোতাওয়াল্লি ফতেহ উল্লাহ আল আমান বলেন, বাংলাদেশ চলচ্চিত্র সমিতি থেকে অনুমতি নেওয়া হয়েছে। অনুমতি নিয়ে এখানে সিনেমার শুটিং চলছে । কোনো ধরণের সমস্যা হচ্ছে না।

তবে কোতোয়ালী মডেলে থানার ওসি এসএম আবু ফরহাদ বলেন, সিনেমার শুটিংয়ের ব্যাপারে আমার জানা নেই। আমাদের কাছ থেকে কোনো ধরণের অনুমতি নেওয়া হয়নি। মাজার কৃর্তপক্ষ অনুমতি দিলে আমার জানা নেই।

সিলেটপ্রেসবিডিডটকম / ১৫ জুন ২০২১ / আল-আমিন


 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
এই বিভাগের আরও খবর


© All rights reserved © 2020 SylhetPress
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরী লিঃ