1. [email protected] : Faisal Ahmed : Faisal Ahmed
 2. [email protected] : Developer :
 3. [email protected] : Sylhet Press : Sylhet Press
শাহপরান থানা এলাকায় ৫ লক্ষাধিক পাতার বিড়িসহ আটক ২
শনিবার, ১০ এপ্রিল ২০২১, ০৬:১৪ অপরাহ্ন

 • আপডেটের সময় : এপ্রিল, ৮, ২০২১, ১১:২৫ অপরাহ্ণ
শাহপরান থানা এলাকায় ৫ লক্ষাধিক পাতার বিড়িসহ আটক ২
ছবি-সংগৃহীত

শাহপরান থানা এলাকায় ৫ লক্ষাধিক পাতার বিড়িসহ আটক ২

 •  
 •  
 •  
 •  
 •  

সিলেটপ্রেস ডেস্ক :: সিলেটের শাহপরান (র.) থানা এলাকায় অভিযান পরিচালনা করে আমদানি নিষিদ্ধ ৫ লক্ষাধিক ভারতীয় পাতার বিড়িসহ দুই জনকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯।

বুধবার (৭ এপ্রিল) রাত ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৫ লক্ষ ৪৬ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‍্যাব ।

অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম।

র‍্যাব জানায়, শাহপরান থানার পীরের চকস্থ মো. বোরহান মিয়ার বাড়ির পূর্ব পাশ সংলগ্ন ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে ৫ লক্ষ ৪৬ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি জব্দসহ দুই জন চোরাকারবারিকে আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে- সিলেটের কানাইঘাট উপজেলার পাগু গ্রামের মৃত হাসান উল্লাহর ছেলে হুমায়ুন রশীদ (১৯) ও নগরের শাহী ঈদগাহ এলাকার মৃত ইদ্রিস মোড়লের ছেলে তানজিদ রহমান নাছির (১৬)

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণে র‍্যাব তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে বলেও জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

 

সিলেটপ্রেসবিডিডটকম /০৮ এপ্রিল ২০২১/ এফ কে


 •  
 •  
 •  
 •  
 •  
এই বিভাগের আরও খবর


© All rights reserved © 2020 SylhetPress
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরী লিঃ