স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডের বাদামবাগিচা এলাকায় চলছে শিলংতীর। এক জরিপে দেখা যায় সিলেটের বিভিন্ন কলোনীতে বসবাস করে আসছে ভাসমান লোকজন। যাদের অনেকেরই দু’বেলা দু’মোটো ভাত জোটে না।
জুয়া খেলায় কারণে ধ্বংস হচ্ছে সমাজের মধ্যেবিত্ত ও নিম্ন মধ্যেবিত্তদের পরিবার সদস্যরা। ছেলে-মেয়ে, বাবা-মাসহ পরিবারের সবাই ক্রমাগত ভাবে জড়িয়ে পড়ছেন তীর জুয়ায়। এই সকল জুয়ার কারণে লেগে আছে পারিবারিক ও সামাজিক দ্বন্দ্ব। অর্থনৈতিক দ্বন্দ্ব তো আর আছেই প্রতিনিয়ত। শিলংতীর খেলার জন্য টাকা জোগাড় করতে গিয়ে তারা জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধে।
এ ব্যাপারে এয়ারপোর্ট থানার ওসি খান মোহাম্মদ মইনুল জাকির বলেন, শিলংতীরের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ওই এলাকায় কিছুদিন আগেও অভিযান চালিয়ে জুয়ার আস্তানা বন্ধ করে দিয়েছে এয়ারপোর্ট থানা পুলিশ। আপনার মাধ্যমে জানতে পারলাম আবারো অভিযান হবে। সকল ধরনের অপরাধ কর্মকাণ্ডের তথ্য পুলিশ কে দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান জানান তিনি।
সিলেটপ্রেসবিডিডটকম /০৬ এপ্রিল ২০২১/ এফ কে