জামালগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের জামালগঞ্জের শনির হাওরের নান্টুখালী ক্লোজারের কাজ এখনো অসমাপ্ত রয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্লোজারে বস্তা ভর্তি মাটি দিয়ে ঢেকে রাখা হয়েছে। ক্লোজারে উভয়পাশে এখনো কোন দূর্বা ঘাস লাগানো হয়নি।
পিআইসির সভাপতি তৈয়বুর রহমান বলেন, ক্লোজারের বাইরে আমার কোন কাজ নাই, এরপরও আমি নিজ দ্বায়িত্ব কিছু কাজ করেছি।
উল্লেখ্য নান্টুখালী ক্লোজারটি শনির হাওরের ১৯ নম্বর পিআইসি । এদিকে হালির হাওরের ৩৯ নম্বর পিআইসির বেরি বাঁধে এখনো অনেকাংশে দূর্বা ঘাস লাগানো হয়নি। বাঁধের কিছু অংশে সামান্য বৃষ্টিতে মাটি সরে গিয়েছে।
এব্যাপারে পাউবোর শাখা কর্মকর্তা রেজাউল কবির বলেন,তাদেরকে তিন দিনের সময় দেওয়া হয়েছিল। যারা বাঁধে এখনো দূর্বা ঘাস লাগায়নি তাদের নিজ দ্বায়িত্বে বাঁধের নিরাপত্তা দিতে হবে। প্রতিটি পিআইসির বিল মেজারমেন্ট অনুযায়ী পরিশোধ করা হবে।
মামুনুল হক ও তার স্ত্রীর ফোনালাপের অডিও ক্লিপ
সিলেটপ্রেসবিডিডটকম /০৩ এপ্রিল ২০২১/ এফ কে