1. [email protected] : Faisal Ahmed : Faisal Ahmed
 2. [email protected] : Developer :
 3. [email protected] : Sylhet Press : Sylhet Press
হবিগঞ্জে জন্ম নিল ‘মৎস্যকন্যা’, শত শত মানুষের ভিড়
শনিবার, ১০ এপ্রিল ২০২১, ০৬:০৬ অপরাহ্ন

 • আপডেটের সময় : মার্চ, ৩১, ২০২১, ২:২০ অপরাহ্ণ
হবিগঞ্জে জন্ম নিল ‘মৎস্যকন্যা’, শত শত মানুষের ভিড়
ছবি-সংগৃহীত

হবিগঞ্জে জন্ম নিল ‘মৎস্যকন্যা’, শত শত মানুষের ভিড়

 •  
 •  
 •  
 •  
 •  

সিলেটপ্রেস ডেস্ক :: সিলেটের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে এক ‘মৎস্যকন্যা’ জন্মগ্রহণ করেছে। শিশুটিকে দেখতে হাসপাতালে শত-শত উৎসুক জনতা ভিড় জমায়। তবে জন্মের কিছুক্ষণ পরই ওই নবজাতক মারা যায়।

মঙ্গলবার রাত ১ টার দিকে বানিয়াচং উপজেলার কাগাপাশা গ্রামের সুভাশ দাসের স্ত্রী ডলি রানী দাস প্রসব ব্যথা নিয়ে সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি হন। রাত ৩টার দিকে ডলি এক নবজাতকের জন্ম দেন।

ওই নবজাতক জন্মের পর দেখা যায়, হাত-মুখ, চোখ, মাথা দেখতে মানুষের মতো হলেও তার পা দুটি ছিল জোড়া লাগানো, যা দেখতে অবিকল মৎস্যকন্যার মতো। বিষয়টি জানাজানি হলে পুরো হাসপাতাল এলাকায় কানা ঘুষা শুরু হয়। পরে ওই শিশুটিকে দেখতে হাসপাতালে শত শত উৎসুক জনতা ভিড় জমায়।

এদিকে, জন্ম নেয়ার ঘণ্টা খানেক পরই মারা যায় শিশুটি। মারা যাবার পরপরই ওই শিশুটির বাবা শিশুকে নিয়ে দাহ করে দেন।

এ বিষয়ে জানতে চাইলে ডা. মো. আবেদুল রেজা বলেন, এ ধরণের নবজাতককে মৎস্যকন্যা বলা হয়ে থাকে। জন্ম নেয়ার কিছুক্ষণ পরই শিশুটি মারা গেছে।

 

সিলেটপ্রেসবিডিডটকম /৩১ মার্চ ২০২১/ এফ কে


 •  
 •  
 •  
 •  
 •  
এই বিভাগের আরও খবর


© All rights reserved © 2020 SylhetPress
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরী লিঃ