সিলেটপ্রেস ডেস্ক :: জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে কক্সবাজারে ঢাকা বিভাগের বিপক্ষে খেলছে সিলেট বিভাগ। তবে সোমবার শুরু হওয়ার ম্যাচটির একাদশ দাঁড় করাতেই গলদঘর্ম অবস্থা সিলেটের ম্যানেজমেন্টের।
মাঠের ১১ জনের বাইরে আর কোনো ক্রিকেটার এই মুহূর্তে নেই সিলেটের স্কোয়াডে। আগে থেকেই করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন একজন ক্রিকেটার, নতুন করে শনাক্ত হয়েছে দলটির আরও ৫ ক্রিকেটার।
টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ দিনে গত বৃহস্পতিবার সিলেটের পেসার ইবাদত হোসেনের কোভিড শনাক্ত হওয়ার খবর জানা যায়। তার জায়গায় সেদিন যিনি মাঠে নেমেছিলেন, সেই রেজাউর রহমান রাজাও এখন আক্রান্ত।
পাশাপাশি অধিনায়ক অলক কাপালী, সৈয়দ খালেদ আহমেদ, ইমতিয়াজ হোসেন ও তৌফিক খানের শরীরেও কোভিড-১৯ এর উপস্থিতি পাওয়া গেছে। তারা সবাই খেলেছেন প্রথম রাউন্ডে।
সিলেট দলের কোচ রাজিন সালেহ জানান, দুই দফায় করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন এই ৬ ক্রিকেটার। এই মুহূর্তে আমার হাতে মাঠের ১১ জন ছাড়া আর কোনো খেলোয়াড় নেই। প্রথম দফায় তিন জন আক্রান্ত হয়। পরে আরও তিন জনের পজিটিভ ফল এসেছে। সবাই আইসোলেশনে আছে।
তিনি আরও বলেন, ‘দলের সবাই মানসিকভাবে শক্ত আছে। ওরা পেশাদার, আজকেও ওরা ভালো ক্রিকেট খেলেছে। তিন দিন পর কাপালী ও রাজা পরীক্ষা করাবে, ওরা নেগেটিভ হলে দলের সঙ্গে যোগ দেবে।
সিলেটপ্রেসবিডিডটকম /৩০ মার্চ ২০২১/ এফ কে