জামালগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানায় ঐতিহাসিক ৭ই মার্চ ও বাংলাদেশ সল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ায় কেক কেটে আনন্দ উদযাপন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকেল ৩ টায় জামালগঞ্জ থানা প্রাঙ্গনে কেক কাটা শেষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আলম’র সভাপতিত্বে এসআই আব্দুল বাতেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম জিলানি আফিন্দী রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী,সিনিয়র সহসভাপতি ও ফেনারবাক ইউনিয়নের চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার ,
সাধারন সম্পাদক এম নবী হোসেন, যুগ্ম সম্পাদক কাজী আশরাফুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, জামালগঞ্জ সরকারি কলেজের অধ্যাপক কামরুল ইসলাম সবুজ, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অঞ্জন পুরকায়স্থ,বীর মুক্তিযোদ্ধা জ্ঞান রঞ্জন সরকার , সফর আলী, শ্রীকান্ত তালুকদার প্রমূখ।
উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক,বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক , সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।
সিলেটপ্রেসবিডিডটকম /০৭ মার্চ ২০২১/ এফ কে