বিশ্বনাথ প্রতিনিধি:বিশ্বনাথ পৌর এলাকার বিশ্বনাথেরগাঁও গ্রামের মাঠে প্রবাসীদের অর্থায়নে ও উপজেলা ফুটবল এসোসিয়েশনের সার্বিক সহযোগীতায় আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের সোমবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। উদ্বোধক হিসেবে টুর্ণামেন্টের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব পংকি খান।
উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান জুয়েল সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, মকদ্দছ আলী, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, সাংবাদিক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, যুক্তরাজ্য ডরসেট আওয়ামী লীগের সভাপতি এআর চেরাগ আলী।
উদ্বোধনী খেলায় পাড়ুয়া তরুন সংঘ কোম্পানীগঞ্জ ২-০ গোলের ব্যবধানে লামাকাজী ফুটবল একাডেমী বিশ্বনাথকে হারিয়ে টুর্ণামেন্টের শুভ সূচনা করেছে।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমদ, উপদেষ্টা মন্ডলীর সদস্য ময়না মিয়া, বিশ্বনাথ পৌরসভার সহায়ক কমিটির সদস্য রফিক হাসান, ইছহাক আলী, প্রবাসী আবুল কালাম, মানিক মিয়া, সাবেক মেম্বার ইসমাইল আলী, যুবলীগ নেতা রাজু আহমদ খান, মাছুম আহমদ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ জয়, মাসুদ আহমদ, ছাত্রলীগ নেতা জাকির হোসেন, কয়েছ আহমদ প্রমুখ ও উপজেলা ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সিলেটপ্রেসবিডি/ আরইউ