বিশ্বনাথ প্রতিনিধি:মহান শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেটের বিশ্বনাথ সাংস্কৃতিক ঐক্য পরিষদের উদ্যোগে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বিশ্বনাথ কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে সাহিত্য আড্ডায় সভাপতিত্ব করেন বিশ্বনাথ সাংস্কৃতিক ঐক্য পরিষদের সভাপতি সাম্যবাদী কবি সাইদুর রহমান সাঈদ। বক্তব্যে তিনি বলেন, শিশুদেরকে একুশের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। বাংলা ভাষাকে সার্বজনীন প্রচলনে শিশু-কিশোর মনে একুশের চেতনার বীজ বপনের আহবান জানান।
বিশ্বনাথ থিয়েটারের সভাপতি আনহার আলীর সঞ্চালনায় সাহিত্য পাঠ ও আলোচনায় অংশ নেন, চান্দভরাং স্কুল এন্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক কবি আব্দুল মুমিন মামুন, সাংস্কৃতিক ঐক্য পরিষদের সহ-সভাপতি কবির আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নবীন সোহেল, জাতীয় কবিতা পরিষদ বিশ্বনাথ শাখার সভাপতি কবি আব্দুল হান্নান ইউজেটিক্স, বিশ্বনাথ আলিম মাদ্রাসার প্রভাষক কবি শামীম হোসেন, চাউলধনী স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক শফিক আহমদ-পিয়ার, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য বদরুল ইসলাম মহসিন, বঙ্গবন্ধু শিশুকিশোর মেলার সাধারণ সম্পাদক শেখ মো. কাওছার আলী, সাম্যবাদী সাহিত্য পরিষদের সহ-সাধারণ সম্পাদক রনজিৎ গোস্বামী, শহিদ দীগেন্দ্র দাশ স্মৃতি পরিষদের সভাপতি বিজয় চন্দ্র দাস বিজয়, রাজ সঙ্গিতালয়ের পরিচালক মো. আনোয়ার হোসেন রাজ, বিশ্বনাথ জয়বাংলা পরিষদের সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, বিশ্বনাথ থিয়েটারের সদস্য এমদাদুল হক মিলন প্রমূখ।
সিলেটপ্রেসবিডি/ আরইউ