সিলেটপ্রেস প্রতিবেদক :: সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ২০৭ জন। এরমধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৭২৫ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৫২, হবিগঞ্জে ১ হাজার ৯৯২ এবং মৌলভীবাজারে ১ হাজার ৯৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এদিন আক্রান্ত রোগীদের মধ্যে থেকে একজন সুস্থ হয়েছে। সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৯৪ জন।
এরমধ্যে সিলেট জেলার ৯ হাজার ৪৫৭ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫০৭ জন, হবিগঞ্জে ১৬০৭ জন এবং মৌলভীবাজারের ১৮২৩ জন সুস্থ হয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তবে রোববার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭৮ জন। এরমধ্যে সিলেট জেলার ২১৪ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারের ২২ জন।
রোববার (২১ ফ্রেব্রুয়ারি) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।
সিলেটপ্রেসবিডিডটকম /২১ ফেব্রুয়ারি ২০২১/ এফ কে