জামালগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের জামালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তজার্তিক মাতৃভাষা ও শহিদ দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ২১ ফেব্রুয়ারি রবিবার সকাল ৭ঃ৩০ টায় উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগ,জামালগঞ্জ থানা,জামালগঞ্জ মুক্তিযুদ্ধা কমান্ড, জামালগঞ্জ প্রেসক্লাব,জামালগঞ্জ সরকারি কলেজ, জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, বিভিন্ন ছাত্র সংগঠন, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এদিকে সকাল ১০ টায় উপজেলা হল রুমে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব এর সভাপতিত্বে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম রাব্বি জাহানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেদুওয়ানুল হালিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ আলী , সাধারণ সম্পাদক এম নবী হোসেন, প্রেসক্লাব সভাপতি ওয়ালীউল্লাহ্ সরকার, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কলমদর প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, জামালগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ,উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ,বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ গন্যমান্যব্যক্তিবর্গ।
শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আব্দুল মুকিত, গীতা পাঠ করেন জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যা ভূষণ চক্রবর্তী বিধান।
আলোচনা সভা শেষে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে জামালগঞ্জ প্রেসক্লাব থেকে প্রকাশিত একুশে বার্তার মোড়ক উম্মোচন করা হয়।
সিলেটপ্রেসবিডিডটকম /২১ ফেব্রুয়ারি ২০২১ /কেজে