বানিয়াচং প্রতিনিধি :: হবিগঞ্জের বানিয়াচংয়ে জাকিয়া খাতুন (৬২) নামে এক বৃদ্ধাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি বানিয়াচং উপজেলা সদরের চৌধুরী পাড়া গ্রামের মৃত আব্দুল হান্নান ঠাকুরের স্ত্রী। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
বানিয়াচং থানার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো: সেলিম শনিবার ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
জাকিয়া খাতুনের ছেলে জুবেল ঠাকুর জানান, সন্ধ্যার পর তার মাকে বাড়িতে রেখে তিনি বাজারে বিস্কুট আনতে যান। বাড়ি ফিরে এসে তিনি দেখেন ঘরের মেঝেতে তার মায়ের রক্তাক্ত লাশ পড়ে আছে। বীভৎসভাবে মাথার খুলির ভেতর হাতুড়ি ঢুকে আছে আর মুখে একাধিক আঘাতের চিহ্ন।
খবর পেয়ে রাতেই অতিরিক্ত পুলিশ সুপার বানিয়াচং সার্কেল শেখ মো: সেলিম, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন ও তদন্ত ওসি প্রজিত কুমার দাশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন শনিবার জানিয়েছে, ঘটনার সাথে জড়িত প্রকৃত খুনীদের বের করতে পুলিশ কাজ শুরু করছে। দ্রুত সময়ের মধ্যে এ খুনের ঘটনার রহস্য উদঘাটন করতে থানা পুলিশ তৎপর রয়েছে।
সিলেটপ্রেসবিডিডটকম /০৬ ফেব্রুয়ারি ২০২১/ এফ কে