ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: সিলেটের ফেঞ্চুগঞ্জে স্যার এনাম ইসলাম ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ও নিজ ছত্তিশ সবুজ কুঁড়ি ক্লাবের আয়োজনে প্রাইজমানি এন্ড প্রাইজমানি দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট’র চ্যাম্পিয়ন হয়েছে শামসুল জুটি শরিফগঞ্জ।
বুধবার ( ৩ ফেব্রুয়ারী) রাতে উপজেলার নিজ ছত্তিশ জামে মসজিদ প্রাঙ্গণে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে খেলায় শামসুল জুটি শরিফগঞ্জ ২-১ সেটে বন্ধু জুটিকে পরাজিত করে।
নিজ ছত্তিশ সবুজ কুঁড়ি ক্লাবের আহবায়ক কালাম রাজা সাহেলের সভাপতিত্বে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্যার এনাম ইসলাম ইসলামিক রিসার্স সেন্টারের ডিরেক্টর আবুল কালাম আজাদ ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাজহারুল ইসলাম রাসেল।
অনুষ্ঠানে শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, মারুফ বিন মালিক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সবুজ কুঁড়ি ক্লাবের আহবায়ক আবুল হোসেন লাভলু, মামুনুর রশীদ মামুন, সবুজ কুঁড়ি ক্লাবের সদস্য, তারেক বিন আব্দুল মালিক, আমিনুর রহমান,সামাদ খাঁন রায়েল, আলম রাব্বু, হাবিবুর রহমান সাহেদ, এমদাদুর রহমান, সাইফুল ইসলাম পাপ্পু, মোসাদ ইবনে আজাদ, ফরিদুর রহমান রাজিব, শাফিন মাহমুদ, রেশাদ আহমদ, সাঈদ খাঁন সাদি, রানিম আহমদ প্রমুখ।
পরে অতিথিবৃন্দের কাছ থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ পুরস্কার গ্রহণ করেন বিজয়ী ও বিজীত দলের ম্যানেজার এবং খেলোয়াড়বৃন্দ। উল্লেখ্য, টুর্নামেন্টে মোট ২০টি দল অংশগ্রহণ করে।
সিলেটপ্রেসবিডিডটকম /০৪ ফেব্রুয়ারি ২০২১/ এফ কে