বিশ্বনাথ প্রতিনিধি:তাঁরা সবাই ছিলেন নি:স্ব। মাথা গোঁজার ছিলো না ঠাই। কিন্তু এখন সবাই পেয়েছেন স্বপ্নের ঠিকানা। এখন থেকে পাকা ঘর আর টিনের চালের নিচে কাটবে তাদের জীবন। আর তাতে চোখেমুখে তৃপ্তির ছাপ। তারা উপজেলার গৃহহীন ১২০টি পরিবার। শনিবার সকালে (২৩ জানুয়ারি) উপজেলা বিআরডিবি হলরুমে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উপজেলার এই গৃহহীন ১২০টি পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে দেয়া হয় ঘরের দলিল ও চাবি।
সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় গৃহহীনদের ঘর হস্তান্তর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করার পর বিশ্বনাথে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে ক্ষৃহহীনদের হাতে ঘরের দলিল বুঝিয়ে দেওয়া হয়।
এসময় বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পালের সভাপতিত্বে ঘর হস্তান্তর অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রিপন কুমার রায়।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম মুসা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রহমান, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ, সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী, রামপাশা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী, ওসি তদন্ত রমা প্রসাদ চক্রবর্তি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দে, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহি উদ্দিন আহমদ, সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল জুবায়ের, উপজেলা আ.লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল মতিন প্রমূখ।
নিলেটপ্রেসবিডি/ আরইউ