সিলেটপ্রেস ডেস্ক :: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থেকে ৩৬ পুরিয়া হেরোইন ও ৫ পিস ইয়াবাসহ মো. জামিল আহমেদ (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২২ জানুয়ারি) বিকাল পৌনে চারটার দিকে ইন্সপেক্টর মো. আবু খালেদ মামুনের নেতৃত্বে সঙ্গীয় এসআই (নি.) মো. মাহাবুর আলম মন্ডলসহ ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ সুরমা থানাধীন মার্কাজ পয়েন্টের পার্শ্ববর্তী চৌধুরী কলোনী থেকে তাকে আটক করে।
আটক মাদক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলাধীন বিটি দাউদপুর গ্রামের (বর্তমানে- লাউয়াই, পীরের বাসা) আব্দুল রশিদের ছেলে।
প্রাথমিক অনুসন্ধান শেষে পুলিশ জানায়- আটক ব্যক্তি পেশাগত মাদক ব্যবসায়ী। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে কৌশলে হেরোইন ও ইয়াবা সিলেট শহরে নিয়ে আসে এবং মাদকসেবীদের নিকট তা উচ্চদরে খুচরা হিসেবে বিক্রি করে থাকে।
তার বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের।
সিলেটপ্রেসবিডিডটকম /২৩ জানুয়ারি ২০২১/ এফ কে