স্টাফ রিপোর্টার :: হবিগঞ্জের বাহুবল উপজেলার বিভিন্ন স্থানে ফসলী জমি থেকে মাটি উত্তোলনের মহোৎসব চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে ফসল উৎপাদন হুমকির মুখে রয়েছে। স্হানীয় প্রভাবশালী একটি চক্র তিন ফসলী জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে।
এলাকাবাসী এর প্রতিবাদ করলে ওই চক্রটি জানায় তারা প্রশাসনের অনুমতি নিয়ে এসব চালাচ্ছে। তিন ফসলী জমির উপরের অংশের উর্বর মাটি উত্তোলনের ফলে জমির ফসল উৎপাদন হুমকির মুখে পড়ে অনাবাদি থাকার সম্ভবনা রয়েছে।
এতে কৃষকরা উদ্বিগ্ন ও দিশেহারা হয়ে পড়ছেন। প্রশাসনের অনুমতির বিষয়ে মুঠোফোনে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন অবৈধ ভাবে মাটি উত্তোলনের অনুমতি দেয়ার প্রশ্নই আসে না। এসব মাটি উত্তোলন কারীদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসন কঠোর ব্যাবস্হা নিবেন।
সিলেটপ্রেসবিডিডটকম /২১ জানুয়ারি ২০২১/ এফ কে