বিশ্বনাথ প্রতিনিধি:করোনায় আক্রান্ত বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক এমপি উম্মে কুলসুম স্মৃতির সুস্থতা কামনা করে দোয়া মাহফিল বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বায়তুল মামুর জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা খাইরুল ইসলাম। বাংলাদেশ কৃষক লীগের প্রেসিডিয়াম মেম্বার ও সিলেট জেলার সভাপতি শাহ নিজাম উদ্দিনের নির্দেশ মোতাবেক বিশ্বনাথ উপজেলা কৃষক লীগের সনিয়ির সভাপতি সাহাবুদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন, সহসভাপতি হাজি আকবর আলী, আমরুজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আহমদ, কাছা মিয়া (মেম্বার), দেওকলস ইউনিয়নের সভাপতি সহিদুল ইসলাম, বিশ্বনাথ ইউনিয়নের সভাপতি রফিক আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সিলেটপ্রেসবিডি/ আরইউ