বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের বাহুবল উপজেলা পরিষদ প্রাঙ্গনে আজ-ও নির্মাণ হয়নি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্হপতী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বঙ্গবন্ধু চত্বর। অথচ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি সবাই মুজিব প্রেমী। জাতির পিতার গুরুত্ব বহনকারী এ স্থাপত্য নির্মাণ কাজটির দেখা না পেয়ে মুজিব প্রেমীদের মনে নানান উৎকন্ঠা, সংশয় বিরাজ করছে।
অনুসন্ধানে জানা যায় ২০১৮-২০১৯ অর্থ বছরে সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু চত্বর নির্মাণের জন্য ১০ লাখ টাকা বরাদ্দ করা হয় এবং এলজিইডির মাধ্যমে টেন্ডার আহ্বান করে টিকাদার নিযুক্ত করা হয়।
একে একে দু অর্থ বছর পেরিয়ে গেলেও বঙ্গবন্ধু চত্বর নির্মাণ কাজের অস্তিত্ব খুঁজে পাচ্ছে না এলাকাবাসী। বঙ্গবন্ধুর প্রানের সংগঠন আওয়ামী লীগ দলীয় সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এ স্থাপত্য নির্মাণের সাথে জড়িতদের উদাসীনতা, অবহেলার দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করছেন মুজিব প্রেমীরা। এ নিয়ে মুখ খুলতে কেহ রাজি নয়।
এ ব্যাপারে গনমাধ্যম থেকে মুঠোফোনে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এ নির্মাণ কাজ আমার সময়ের আগে এবং এ ব্যাপারে আমার জানা নেই। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আফছার হোসেন খন্দকার একই কথা বলেন।
সিলেটপ্রেসবিডিডটকম /১৪ জানুয়ারি ২০২১/ এফ কে