বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরের বাহুবল উপজেলা পরিষদ চত্বরে বরাদ্দকৃত নতুন শহীদ মিনার নির্মাণ কাজের দেখা পায়নি এলাকাবাসী। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের যাত্রা আকাশচুম্বী। অথচ বাহুবল বাসী এ উন্নয়নের ছোয়া থেকে বঞ্চিত রয়েছে। জাতীয় গুরুত্বপূর্ণ একটি কাজ বাহুবল কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ।
অনুসন্ধানে জানা গেছে ২০১৮-২০১৯ অর্থ বছরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে নতুন শহীদ মিনার নির্মাণের জন্য ৪ লাখ টাকা বরাদ্দ করা হয় এবং এলজিইডি কর্তৃক টেন্ডার আহ্বানের মাধ্যমে একজন টিকাদার নিযুক্ত করা হয়। টিকাদার নিযুক্ত দিয়েই সবার দায়িত্ব শেষ। দু বছরেও শহীদ মিনার নির্মাণ কাজের দেখা মিলছে না। বিভিন্ন জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান, হারিয়ে যাওয়া বরন্য ব্যক্তিদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে স্মৃতি ধারণ।
হতভাগা বাহুবল বাসীর মান্দাতা আমলে নির্মিত জরাজীর্ণ শহীদ মিনারটি ব্যাবহার করতে হচ্ছে। কার উদাসীনতায়, অবহেলায় এ পর্যন্ত জাতীয় গুরুত্ব সম্পন্ন শহীদ মিনারের নির্মাণ কাজটি হয়নি তা আইনী পদক্ষেপ নেয়ার দাবি জানাচ্ছেন এলাকাবাসী।
এ অস্তিত্বহীন কাজের বিষয়ে বর্তমান উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান এ কাজটি আমার দায়িত্ব নেয়ার আগের। কাজটি জাতীয় গুরুত্ব সম্পন্ন। সংশ্লিষ্ট দপ্তরে খোঁজ নিয়ে দেখব। প্রশাসনিক দপ্তরের কর্মকর্তাদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা কোন সদুত্তর দিতে পারেননি।
সিলেটপ্রেসবিডিডটকম /১৩ জানুয়ারি ২০২১/ এফ কে