বাহুবল(হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের বাহুবল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আবেদন নিবেদন করে কোন প্রতিকার না পেয়ে ভুক্তভোগীরা হতাশায় ভুগছেন। এক ভুক্তভোগী জানান বাহুবল উপজেলা সদরের বাহুবল গ্রামের বৃদ্ধ আমির হোসেন দীর্ঘদিন ধরে প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে শর্য্যাশায়ী।
এ অবস্থায় জানতে পারেন বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশন থেকে উপজেলা সমাজ সেবা অফিসে হুইল চেয়ার এসেছে। এ খবরে বৃদ্ধ আমির হোসেনের স্ত্রী আম্বিয়া খাতুন গত ২৯ ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আবেদন পত্র নিয়ে গলে উপজেলা নির্বাহী অফিসারকে না পেয়ে সিএ আল মামুন আবদুল মুহিতের কাছে দিয়ে আসেন। দুদিন পর আবেদন এর খবর নিতে গেলে আল মামুন আবদুল মুকিত জানান সমাজ সেবা অফিসে খোঁজ নেন। অফিস সুত্র জানায় কোন আবেদন আসেনি।
এ ভাবে ৩ দিন ইউএনও অফিসে ধর্না দিয়েও আবেদন এর দেখা মেলেনি। এমন অসংখ্য অভিযোগ ভুক্তভোগীদের।কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ এ অফিসে এমন অব্যাবস্হাপনা নিয়ে এলাকাবাসীর মাঝে চরম হতাশা বিরাজ করছে। এ ব্যাপারে বক্তব্য নিতে উপজেলা নির্বাহী অফিসারের সরকারি মুঠোফোনে যোগাযোগ করেও কোন সাড়া মেলেনি।
সিলেটপ্রেসবিডিডটকম /১২ জানুয়ারি ২০২১/ এফ কে