সিলেটপ্রেস ডেস্ক :: জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৯ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার রাত ৮টায় তাদেরকে থানার বারহাল ইউনিয়নের পরচক বাজার থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, সোমবার (১১ জানুয়ারি) রাতে জকিগঞ্জ থানার বারহাল ইউনিয়নের পরচক বাজারে জনৈক ছলিম উদ্দিনের ইলেকট্রিক দোকানে টাকার বিনিময়ে প্রকাশ্য জুয়া খেলার অপরাধে শরিফাবাদ এলাকার মৃত আব্দুল হকের পুত্র মোঃ ছলিম উদ্দিন (৪০), তফই মিয়ার পুত্র মোঃ জাকারিয়া (৩১), আব্দুল শুকুরের পুত্র রিয়াজ আহমদ (৩০), মৃত কুটু চাঁন সিকদারের পুত্র আফতাব হোসেন (৩২), মৃত চকাই মিয়ার পুত্র আব্দুর রশিদ (৩২), মৃত জুনাই মিয়ার পুত্র মোঃ আবুল কালাম (৪৫), মৃত মজিবুর রহমানের পুত্র কামরান আহমদ (২৭), আঃ ছালামের পুত্র আব্দুর রহিম (৩৫) ও পরচক এলাকার মৃত আব্দুল খালিদের পুত্র মোঃ লোকমান (৩৫)কে গ্রেফতার করে।
এ সময় তাদের নিকট থেকে নগদ ৭’শ ৯৫ টাকা ও জুয়া খেলার (ঘাপলার প্লাষ্টিকের ২৮ টি গুটি) জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
থানা পুলিশ জকিগঞ্জ থানা এলাকাকে মাদক ও জুয়ামুক্ত রাখতে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করতে সকলের প্রতি আহবান জানিয়েছে।
সিলেটপ্রেসবিডিডটকম /১২ জানুয়ারি ২০২১/ এফ কে