1. [email protected] : Faisal Ahmed : Faisal Ahmed
 2. [email protected] : Developer :
 3. [email protected] : Sylhet Press : Sylhet Press
করোনাভাইরাস : সিলেটে চব্বিশ ঘন্টায় শনাক্ত ১৮ মৃত্যু ১
বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ০৩:৪৬ পূর্বাহ্ন

 • আপডেটের সময় : জানুয়ারি, ১২, ২০২১, ১২:১৬ অপরাহ্ণ
সিলেটের চার জেলা
ছবি- প্রতীকী

করোনাভাইরাস : সিলেটে চব্বিশ ঘন্টায় শনাক্ত ১৮ মৃত্যু ১

 •  
 •  
 •  
 •  
 •  

স্টাফ রিপোর্টার :: সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২৬৯ জনে দাঁড়িয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে সুস্থততার হারও। ইতোমধ্যে বিভাগে আক্রান্তের সংখ্যা সাড়ে ১৫ হাজারে ছাড়িয়েছে। আর সুস্থ হয়েছেন সাড়ে ১৪ হাজারের বেশি মানুষ। গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১৮ জন।

নতুন শনাক্তদের মধ্যে ১৪ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া মৌলভীবাজার জেলার ২ জন, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার ১ জন করে রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ হাজার ৬৮৪ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯ হাজার ২৯০ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫২১ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৬৯ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯০৪ জন রয়েছেন।

সিলেট বিভাগে এ পর্যন্ত ২৬৯ জন করোনাভারাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২০৫ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজার জেলায় ২২ জন রয়েছেন।

বিভাগে এ পর্যন্ত ১৪ হাজার ৭৩৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৮ হাজার ৯১১ জন, সুনামগঞ্জের ২ হাজার ৪৮৩ জন, হবিগঞ্জের ১ হাজার ৬০৩ জন এবং মৌলভীবাজার জেলার ১ হাজার ৭৪১ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ৩৯ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩২ জন, মৌলভীবাজারের বিভিন্ন হাসপাতালে ৫ জন, সুনামগঞ্জ ও হবিগঞ্জের হাসপাতালে ১ জন করে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮ জন। এসময়ে আরও একজন রোগীর মৃত্যু হয়েছে।

সিলেটপ্রেসবিডিডটকম /১২ জানুয়ারি ২০২১/ এফ কে


 •  
 •  
 •  
 •  
 •  
এই বিভাগের আরও খবর


© All rights reserved © 2020 SylhetPress
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরী লিঃ