বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের পূর্ব রুপসংকর গ্রামের মানুষের চলাচলে দুর্ভোগ লাগবে হবিগঞ্জ জেলা পরিষদের অনুদানে ওই গ্রামের রাস্তাটি ইট সলিং করে দিয়েছেন মিরপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার ও মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শামীম আহমেদ।
পূর্ব রুপসংকর গ্রামের ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের বটেরতল হইতে মোতাব্বির মিয়ার বাড়ী পর্যন্ত রাস্তাটিতে দীর্ঘদিন ধরে গ্রামবাসী যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছিল।
এ দুর্ভোগ লাগবের জন্য গ্রামের বাসিন্দা আলিফ সোবহান চৌধুরী সরকারী কলেজের প্রভাষক আইয়ূব আলী, যুবলীগ নেতা ও মিরপুর বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী আব্দুল আজিজ, মোতাবিবর মিয়া, শাহজাহান মিয়া প্রমূখ শামীম আহমেদের প্রতি কৃতজ্ঞতা জানান। তরুণ সমাজসেবক চেয়ারম্যান প্রার্থী শামীম আহমেদ জেলা পরিষদের অনুদানে এ ইউনিয়নের অন্তত ১৬টি রাস্তা তৈরী করে দিয়েছেন।
সিলেটপ্রেসবিডিডটকম /১০ জানুয়ারি ২০২১/ এফ কে