ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: ফেঞ্চুগঞ্জের মল্লিকপুরে হাজী করম উল্লাহ সরঃ প্রাঃ বিদ্যালয়ের পাশে একটি নতুন হাই স্কুল প্রতিষ্ঠিত হচ্ছে। গত ৬ই জানুয়ারিতে অনুষ্ঠিত এলাকাবাসীর এক সভায় স্কুলের স্থান এবং নামকরণ চূড়ান্ত করা হয়।
হাজী করম উল্লাহ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষানুরাগী এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব শওকত হোসেন শামীম। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ আমিন উদ্দিন। বক্তব্য রাখেন আমেরিকা প্রবাসী সমাজসেবী জনাব ময়নুল ইসলাম চৌধুরী হারুণ, আব্দুল বারী, জালাল খান, আজহারুল ইসলাম, রিয়াজ উদ্দীন ইসকা, ইসন মিয়া মেম্বার, আবুল কালাম মেম্বার, সেলিমুজ্জামান সেলিম, জিতু আহমেদ, সাংবাদিক দেলওয়ার হোসেন পাপ্পু, জসিম উদ্দীন, মোঃ জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোস্তাক আহমদ, মিনহাজ উদ্দীন, আতিকুর রহমান মিটু, বেলাল আহমদ প্রমুখ।
সভায় হাজী করম উল্লাহ কল্যাণ ট্রাস্ট কর্তৃক প্রস্তাবিত স্কুলের জন্যে পঞ্চাশ শতক ভূমি দান করার ঘোষণা দেওয়া হয়। এছাড়া ট্রাস্টের পক্ষ থেকে একলাখ টাকা অনুদান দেওয়া হয়। সভায় সর্বসম্মতভাবে প্রস্তাবিত স্কুলটির নামকরণ করা হয় হাজী করম উল্লাহ উচ্চ বিদ্যালয়। চলিত বছর থেকেই স্কুলের শিক্ষাকার্যক্রম চালু করা হবে। সভায় ইসলামপুরের জালাল খান, আমেরিকা প্রবাসী মোঃ কামাল আহমদ , মল্লিকপুরের জগলু মিয়া এবং হাজী সজ্জাদ আলী শিক্ষা কল্যাণ ট্রাস্ট দশ হাজার টাকা করে অনুদান ঘোষণা করেন।
সিলেটপ্রেসবিডিডটকম /০৭ জানুয়ারি ২০২১/ এফ কে