তানভীর আহমেদ,তাহিরপুর :: সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার ব্যবসায়ী স্বপন কুমার দাসের উপর দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে।রোববার (২২ নভেম্বর) দুপুরে তাহিরপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আয়োজনে পূর্ব বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
উক্ত মানববন্ধনে তাহিরপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিত্ব অনুপম রায়ের সভাপতিত্বে উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ, সাংবাদিক বাবরুল হাসান, মেহেদী হাসান উজ্জ্বল, সাইদুল কিবরিয়া, সমির রায়, তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সুষেন বর্মণ, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার, সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার প্রদীপ দাস, সোহানুর রহমান সোহাগ, দেবাশীষ সরকার রুবেল,অনির্বাণ দাস প্রমুখ।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট বাজার থেকে র্যাব সিল জালিয়াতি (চিফজুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত সুনামগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা ও পুলিশ সুপার সুনামগঞ্জ) অভিযোগে তাকে গ্রেপ্তার ও মামলা করে।মামলায় তাহিরপুর উপজেলার ব্যবসায়ী ও তাহিরপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস কারাগারে রয়েছেন।
সিলেটপ্রেসবিডিডটকম /২২ নভেম্বর ২০২০/এফ কে