1. [email protected] : Developer :
 2. [email protected] : Sylhet Press : Sylhet Press
অনিশ্চিত দিন যাপন
রবিবার, ২৯ নভেম্বর ২০২০, ০২:২৫ অপরাহ্ন

কবিতা

 • আপডেটের সময় : সেপ্টেম্বর, ২, ২০২০, ২:০৬ অপরাহ্ণ
মেহেরুন নেছা সুমি

অনিশ্চিত দিন যাপন

 •  
 •  
 •  
 •  
 •  

#অনিশ্চিত দিন যাপন
#মেহেরুন নেছা সুমি

মাথার উপর ছাওনি আর
পেটে দুমুঠো অন্নের জোগান হলেই হয়তো,
পরিবারের মুখের হাসিটা অনেক চওড়া হয়।

যখন এক অনিশ্চয়তা দূর করতে গিয়ে
অন্যদিক দিয়ে আরেকটি অনিশ্চিত হয়ে পড়ে,
তখন সেই ভাঙ্গা মন অনিশ্চিত কে
নিশ্চিত করার নেশায় ছোটে।

সেই প্রান্তিক মানুষ গুলো
যাদের ধুলো-বালি সাথে বসবাস,
তাদের কোনোমতে টিকে থাকার লড়াই ।

মাথার উপর আধখোলা ছাওনি
আর অন্নের হাড়িতে ফুটতে থাকা,
অর্ধফোটা চালের সন্নিবেশ।

প্রতিবার থমকে যেতে যেতেও
তারা অনেক কিছু শেখায়,
এ অনিশ্চিত নগর মনকে।

তারা আমাদেরকে শিখিয়ে দেয়
জীবন মানে শুধু হেরে যাওয়া নয়,
পেছনের সব কিছু ভুলে
সামনে এগিয়ে যাওয়া।

অনিশ্চিত জীবন টাকে
নিশ্চিত করার লক্ষে,
প্রতিটা মুহূর্ত সংগ্রাম করে যায়
নিজের মন, বিবেকের সাথে।

অনিশ্চিত জীবনের সাথে টিকে থাকার জন্য
অফুরন্ত চেষ্টা তাদের।

সিলেটপ্রেসবিডিডটকম /০২ সেপ্টেম্বর ২০২০/এফ কে


 •  
 •  
 •  
 •  
 •  
এই বিভাগের আরও খবর


© All rights reserved © 2020 SylhetPress
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরী লিঃ