1. [email protected] : Developer :
 2. [email protected] : Sylhet Press : Sylhet Press
 3. [email protected] : Faisal Younus : Faisal Younus
সিলেটের দুই ল্যাবে চিকিৎসকসহ ৭৭ জনের করোনা শনাক্ত
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২০, ০৮:৩৫ পূর্বাহ্ন

সিলেটের দুই ল্যাবে চিকিৎসকসহ ৭৭ জনের করোনা শনাক্ত

 • আপডেটের সময় : জুলাই, ৩১, ২০২০, ৫:৩১ am
সিলেটের দুই ল্যাব
ছবি- প্রতীকী
 •  
 •  
 •  
 •  
 •  

স্টাফ রিপোর্টার :: সিলেটের দুই ল্যাবে আরো ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মাঝে ওসমানীর ল্যাবে ৩৩ জন ও শাবির ল্যাবে ৪৪ জন রয়েছেন।
ওসমানীর ল্যাবে শনাক্তদের মাঝে আট চিকিৎসক রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
তিনি জানান, বৃহস্পতিবার ওসমানী হাসপাতালের ল্যাবে ২৩৭ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৩টি রিপোর্ট পজিটিভি আসে।

এর মধ্যে সিলেট জেলার ২১ জন, সুনামগঞ্জের ১ জন, হবিগঞ্জের ৯ জন, ও মৌলভীবাজারের ২ জন।
এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে ৪৪ জনের শনাক্ত হয়েছে করোনাভাইরাস। বৃহস্পতিবার ওই ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত হয়।
নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১৮, সুনামগঞ্জ জেলার ১৭ ও হবিগঞ্জ জেলার ৯ জন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক।

 

সিলেটপ্রেসবিডিডটকম /৩১ জুলাই ২০২০/এফ কে


 •  
 •  
 •  
 •  
 •  
এই বিভাগের আরও খবর


© All rights reserved © 2020 SylhetPress
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরী লিঃ