1. [email protected] : Developer :
 2. [email protected] : Sylhet Press : Sylhet Press
 3. [email protected] : Faisal Younus : Faisal Younus
আগামী ৮০ বছরে বাংলাদেশের জনসংখ্যা অর্ধেক কমে যাবে!
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২০, ০৯:০৬ পূর্বাহ্ন

আগামী ৮০ বছরে বাংলাদেশের জনসংখ্যা অর্ধেক কমে যাবে!

 • আপডেটের সময় : জুলাই, ১৬, ২০২০, ৫:১২ am
বাংলাদেশ
ছবি-সংগৃহীত
 •  
 •  
 •  
 •  
 •  

সিলেটপ্রেস ডেস্ক :: আগামী ৮০ বছরে বাংলাদেশের জনসংখ্যা অর্ধেক কমে যাবে। অর্থাৎ ২১০০ সালে এ দেশের জনসংখ্যা ৮ কোটি ১৩ লাখে নেমে যাবে। আর ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জিত হলে এই সংখ্যা আরও কমে ৭ কোটি ৪১ লাখে গিয়ে দাঁড়াবে।

বুধবার ‌’দ্য ল্যানসেট’ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২১০০ সালের মধ্যে বিশ্বের জনসংখ্যা ৮৮০ কোটিতে পৌঁছাবে।

অবশ্য জাতিসংঘের পূর্বানুমানের চেয়ে এই সংখ্যা ২০০ কোটি কম। জন্মহার হ্রাস এবং প্রবীণদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিশ্বে ক্ষমতার নতুন মেরুকরণ ঘটবে।

ওই গবেষনায় প্রকাশিত তালিকায় দেখা গেছে, ২০১৭ সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল ১৫ কোটি ৬৯ লাখ।

২১০০ সালে এই সংখ্যা কমে ৮ কোটি ১৩ লাখে পৌঁছাতে পারে। অবশ্য ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করলে তা আরও কমে হবে ৭ কোটি ৪১ লাখ। ২০৩৯ সালে বাংলাদেশের জনসংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। ওই সময় মোট জনসংখ্যা হতে পারে প্রায় ১৭ কোটি ৩৪ লাখ।
তালিকায় ৮০ বছরে জন্ম হার প্রায় অর্ধেক কমার পূর্বাভাস দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, ২০১৭ সালে বাংলাদেশে জন্মহার ছিল প্রায় ২ শতাংশ। ২১০০ সালে এটি হতে পারে ১ দশমিক ১৯ শতাংশ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলো অর্জন হলে তা আরও কমে ১ দশমিক ১৭ শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্র: দ্য ল্যানসেট

 

সিলেটপ্রেসবিডিডটকম /১৬ জুলাই ২০২০/এফ কে


 •  
 •  
 •  
 •  
 •  
এই বিভাগের আরও খবর


© All rights reserved © 2020 SylhetPress
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরী লিঃ