1. [email protected] : Developer :
 2. [email protected] : Sylhet Press : Sylhet Press
 3. [email protected] : Faisal Younus : Faisal Younus
মধ্যবিত্ত জীবন তো এক প্রদীপ এর নাম
রবিবার, ০৯ অগাস্ট ২০২০, ০৮:৩৭ পূর্বাহ্ন

মধ্যবিত্ত জীবন তো এক প্রদীপ এর নাম

 • আপডেটের সময় : জুলাই, ১০, ২০২০, ৭:৩৮ pm
মধ্যবিত্ত জীবন তো এক প্রদীপ এর নাম
 •  
 •  
 •  
 •  
 •  

সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ:- করোনা আজ মধ্যবিত্তের জীবনকে করে তুলেছে এক বিভীষিকাময় মধ্যবিত্ত না পারছে কারো কাছে হাত পাততে না পারছে খেতে অনেক মধ্যবিত্ত ফ্যামিলি আজ দিশেহারা।

জীবন্ত এক প্রদীপের মত নিভু নিভু করে জ্বলছে আর নিভছে। মধ্যবিত্ত ফ্যামিলি কোন ধরনের সাহায্য সুবিধা পায়নি সরকার থেকে শুরু করে জনপ্রতিনিধিরা কেউ তাদেরকে সাহায্য করেনি তাদের পাশে দাঁড়ায়নি।

এবং কি বাসা ভাড়া দিতে তাদের হিমশিম খেতে হচ্ছে? বাসাপাড়া চাপে অনেক মধ্যবিত্ত ফ্যামিলি আজ আজ দিশেহারা আমাদের মধ্যবিত্ত পরিবার শুধু আর্থিকভাবে নয়, এই পরিবারের স্বপ্ন-চিন্তাচেতনা সবই আটকে যায় সেই জীবন নামক বৃত্তের মধ্যে। বৃত্তের চাপ অতিক্রম করে আমাদের যেতে মানা।

আবার বৃত্তের মধ্যে টইটই করে ঘুরতেও মানা। মধ্যবিত্ত সন্তানগুলো সব চেয়ে বেশি তাদের মা-বাবাকে উপলব্ধি করতে পারে। নিজের সাধের সঙ্গে মা-বাবার সাধ্য কতটুকু সেটা ওরাই ভালো বুঝতে পারে। না পারলেও চেষ্টা করে। এক অদ্ভুত শিকলে বদ্ধ থাকে এই পরিবারগুলোর প্রতিটি জীবন।

এখানে জীবন মানে চলতে হবে, থেমে গেলেই অচল গাড়ি! আমাদের চাওয়া-পাওয়াগুলোও সেই জীবনের গতির সঙ্গে নিয়ন্ত্রিত হয়। এই জীবনে সুখ থাকবে, থাকবে দুঃখ। তবে কষ্টগুলো প্রকাশ করতে মানা, জীবনের কোনো ক্লান্তিলগ্নে খুব কান্না এলে তাতেও মানা।

সিলেটপ্রেসবিডিডটকম /১০ জুলাই ২০২০/এফ কে


 •  
 •  
 •  
 •  
 •  
এই বিভাগের আরও খবর


© All rights reserved © 2020 SylhetPress
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরী লিঃ